এবার ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৪ সালে প্রাথমিক টেটের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিক টেটে অন্তত ১০ হাজার পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ১৫ হাজার সফল। তাঁরা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন। নিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা তলব হাইকোর্টের। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তালিকা জমা দিতে হবে। এদিন এই তালিকা চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশের কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে চাকরি করছিলেন অনেকে। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এরপর ১২ জনের নাম উঠে আসে আদালতের সামনে। তা দেখে স্তম্ভিত বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হোক। এর ভিত্তিতেই এদিন তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট।