দীপাবলিতে (Diwali 2021) রাজ্যে (West-Bengal News) শর্তসাপেক্ষে ফাটানো যাবে বাজি (Crackers)। তবে তা হতে হবে সম্পূর্ণ রূপে পরিবেশবান্ধব (Green Cracker)। সুপ্রিম কোর্টের (Supreme Court) মতামতকেই এবার প্রাধান্য দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High-Court)। তবে রায় অনুযায়ী নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
সূত্রের খবর, এদিন বাজি পোড়ানোর মামলায় কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, পরিবেশবান্ধব বাজি ছাড়া অন্য কোনও বাজি পোড়ানো ও বিক্রি করা যাবে না। এদিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে। এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দু’ঘণ্টা বাজি ফাটানো যাবে।
এমনকি কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এই দুই ঘন্টা বাজি পোড়ানোর জন্য বাতাস ঠিক কতখানি দূষিত হচ্ছে, তার রিপোর্ট তৈরী করে পেশ করতে হবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে।