বাসের ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সরকারের অনমনীয় মনোভাবের বাসের ভাড়া খাতায় কলমে বাড়েনি কিন্তু তারা নিজেরা নিজেদের মতো ভাড়া বাড়িয়ে নিয়েছিল। এবারে তাদের সঙ্গে পাল্লা দিয়ে ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা এবং উবের। জানানো হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘন্টার জন্য ধর্মঘট ডাকতে চলেছে তারা। এর ফলে সমস্যা হতে পারে সাধারণ নাগরিকদের।
তাদের অভিযোগ, ট্যাক্সি চালকদের নিয়ে সরকার কোনরকম মাথাব্যথা দেখাচ্ছেনা। তার পাশাপাশি ওলা উবের চালক এবং মালিকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই কারণে এই সমস্ত সমস্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি। নিয়েছে এখন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে তাদের পক্ষে স্বাভাবিকভাবে ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না। তাদের দাবি এবার থেকে ট্যাক্সিতে উঠলে ৫০ টাকা ভাড়া করতে হবে। এরপর প্রতি কিলোমিটারে এই ভাড়া বৃদ্ধি করতে হবে ২৫ টাকা করে। যদিও সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।