তৃণমূলে পচন ধরেছে, ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি : বিজেপিতে যোগদানের আগে ছ'পাতার খোলা চিঠিতে লিখলেন শুভেন্দু অধিকারী
দলবদলের প্রথম পথচারী হয়ে নয়া গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু শুভেন্দু অধিকারীর, যার স্বাক্ষী রয়ে গেল গোটা মেদিনীপুরবাসী। এদিন মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার মঞ্চ থেকেই তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক শুভেন্দু অধিকারী।
মঞ্চে ওঠার ঠিক আগেই তৃণমূলকর্মীদের উদ্দেশে ছ'পাতার একটি খোলা চিঠি পেশ করেছেন শুভেন্দু অধিকারী। যাতে স্পষ্ট করে তিনি বোঝাতে চেয়েছেন, "তৃণমূলে পচন ধরেছে। ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। দলের থেকে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে। এটা ভীষণ কষ্টদায়ক যে, বাইরে থেকে যাঁদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তাঁরাই দল চালাচ্ছেন। তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে যাঁদের কোনও ধারণা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যরা অপমানিত হচ্ছেন।"
এছাড়াও তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপিতে যা করব, সাধারণ কর্মী হিসেবে করব। তৃণমূল আমায় বিশ্বাসঘাতক বলছে! আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি। দল বললে দেওয়াল লিখন করবো। মাতব্বরি করতে আসিনি। আমি যখন যেখানে থাকি, সেখানে নিষ্ঠার সঙ্গে কাজ করি।"
একইসঙ্গে তিনি বলেন, "যদি কাউকে মা বলতে হয়, ভারতমাতাকে বলব। আর কাউকে নয়।" সুতরাং শুভেন্দুর বিজেপিতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।