বিজেপিতে যোগদানের আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হলেন রাজিব বন্দ্যোপাধ্যায়সহ বেশকিছু তৃণমূল নেতা। এদের মধ্যে ছিলেন রথীন চক্রবর্তী, এবং উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সন্ধ্যায় মধ্য কলকাতার একটি গোপন নিবাসে ঘণ্টাখানেক বৈঠক হয় তাদের মধ্যে। তবে এই বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত তেমন ভাবে কিছু জানা না গেলেও এটা স্পষ্ট হয়ে গেল যে আগামী রবিবার অর্থাৎ ৩১ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন।
বেশ কয়েকদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী এবং প্রবীর ঘোষালের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক। ফলে দুয়ে দুয়ে চার করতে খুব একটা বেশি সময় লাগল না রাজনৈতিক বিশ্লেষকদের। সূত্র মারফত জানা যাচ্ছে,এ দিনের বৈঠকে বিজেপিতে রাজিব ব্যানার্জি সহ তিন জনের যোগদান প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি আলোচনা হল শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপিতে যোগদান করার পর তাদের রণনীতি কিরকম হবে তা নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে।