এলাকায় তিনি পরিচিত ‘এক টাকার মাস্টার’ নামেই। দীর্ঘ দিন ধরে চালান ‘সদাই ফকিরের পাঠশালা’। এবার তিনি ২০২১-এর পদ্মশ্রী পেলেন বর্ধমানের সুজিত চট্টোপাধ্যায়। তাঁর নাম শুনলেই কপালে হাত ঠেকায় বর্ধমানবাসী। আজ সেই স্বীকৃতিই জেলা পেরিয়ে ছড়াল গোটা দেশে। পদ্মশ্রী প্রাপক হিসেবে নাম ঘোষণা হল বর্ধমানের সদাই ফকির তথা সুজিত চট্টোপাধ্যায়ের।
শিক্ষায় অবদানের জন্য তাঁকে সম্মান জানানো হচ্ছে। পদ্মশ্রী পাওয়ার খবরে আপ্লুত ‘মাস্টারমশাই’ বলেন, ‘‘প্রথমে তো বিশ্বাসই হয়নি! গ্রামাঞ্চলের একজন মাস্টারমশাইয়ের কথা ওঁরা ভেবেছেন, আমি কৃতজ্ঞ।’’
বর্ধমানের আউশগ্রামের রামনগরে দীর্ঘ দিন ধরে ‘সদাই ফকিরের পাঠশালা’ চালান সুজিত চট্টোপাধ্যায়। প্রায় ৩০০ পড়ুয়া পড়ে সেই পাঠশালায়। আর পড়ুয়া পিছু ‘গুরুদক্ষিণা’ বছরে ২ টাকা। সঙ্গে চারটি ছোট চকোলেট।
সুজিতবাবুর কথায়, ‘গুরুদক্ষিণা। যা না নিলে শিক্ষাদান সম্পূর্ন হয় না।’
পদ্মশ্রী পাওয়ার খবরে উচ্ছ্বসিত ৭৮ বছরের ‘মাস্টারমশাই’ সোমবার রাতে বলেন, ‘‘আমি সামান্য এক জন মাস্টারমশাই। গরিব ঘরের বাচ্চাদের পড়াই। ভীষণ সম্মানিত বোধ করছি। আমি খুব খুশি।’’