বৃহস্পতিবার বাম-কংগ্রেস ডাকা ধর্মঘটকে তৃণমূল মৌন সমর্থন করলেও সরকার তার আদি জায়গাতেই স্থির। সাধারণ মানুষের কথা ভেবেই এবারও বন্ধ-কে মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার। সেই প্রেক্ষিতেই নবান্নের পক্ষে একটি নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার। বলা হয়েছে, কর্মচারীরা এইদিন না এলে তাদের বেতন কাটা যাবে এবং এইদিন কোনো ছুটি পাবেন না কোনও সরকারি কর্মচারী।
সমস্ত বাস ট্যাক্সি ড্রাইভারদের রাস্তায় গাড়ি নামাতে বলা হয়েছে সরকারের তরফে। এই একদিনের জন্য গাড়ির বিমার দায়িত্ব নিচ্ছে সরকার। যাবতীয় ক্ষয়ক্ষতি সরকারি তরফে মেটানো হবে।
বাম-কংগ্রেস যেভাবে হুংকার দিয়েছে বন্ধের ব্যাপারে তাতে আজ অশান্তির আশঙ্কা করছে সরকার। তাই রাস্তায় অতিরিক্ত প্রায় পাঁচ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। এছাড়াও লালবাজার থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।