দুর্গাপুজোর কেনাকাটায় ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে রাস্তায়। ফলে কয়েকদিনেই কলকাতায় সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
অসতর্ক হলে পুজোয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে পুজো কমিটিগুলি জারি করেছে একগুচ্ছ নতুন বিধিনিষেধঃ
- পুজোয় জনসমাগম নিয়ন্ত্রণের জন্য সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করছেন উদ্যোক্তারা
- মন্ডপে দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব ঠিকমত বজায় থাকছে কিনা, তাঁরা মাস্ক ব্যবহার করছেন কিনা দেখার জন্য প্রচুর স্বেচ্ছাসেবক থাকছেন
- বহু পুজোমন্ডপে অষ্টমীর ভোগ বিতরণের সময়ে দর্শনার্থীদের প্রবেশ এবং সিঁদুর খেলার অনুমতি নেই
- মন্ডপগুলিতে যথেষ্ট স্যানিটাইজার ও মাস্ক মজুত থাকছে
সম্প্রতি কেরালায় ওনাম উৎসবের পর সংক্রমণ বেড়েছে বহুগুণ। কলকাতাও কি সে পথেই হাঁটবে? আপাতত সেদিকেই তাকিয়ে দেশ।