পড়াশোনা করলেই পড়ুয়াদের মাসে মাসে টাকা দেবে রাজ্য সরকার। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এবার থেকে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা আরও বেশি পড়ুয়া পাবে। এই স্কলারশিপের মাধ্যমে প্রতিমাসে মেধাবী পড়ুয়াদের টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই স্কলারশিপ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সকলেই পাবেন। এর জন্য আবেদন করতে গেলে ঐ সমস্ত পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এই কথা সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তাদের এখনই উদ্যোগী হতে হবে। চলতি মাসের ১৬ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে।
২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কলারশিপ দেওয়ার প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পটির নাম, "স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।" দশম, দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর ও অন্যদিকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রযুক্তি ও পেশাগত কোর্সের ছাত্রছাত্রীরা সর্বশেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকারের ওয়েবসাইট www.svmcm.wbmdfc.co.in এ যেতে হবে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর কোন কোর্সের জন্য স্কলারশিপ চায়, তা উল্লেখ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণের সময় জন্মের শংসাপত্র, মার্কশিট, শেষ পরীক্ষার এডমিট কার্ড, আধার কার্ড, পারিবারিক আয়ের শংসাপত্র ইত্যাদি জমা করতে হবে। এছাড়াও ব্যাংকের যাবতীয় তথ্য এবং সংশ্লিষ্ট আবেদনকারীর নতুন কোর্সের ভর্তির রশিদ দিতে হবে। রাজ্য সরকার সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পৌঁছে দেবে।

স্কলারশিপে আবেদন করার শর্ত:
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক আয় বছরে আড়াই লাখ টাকার কম হতে হবে।
৩) আবেদনকারী রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপ বা প্রকল্পে আবেদন করতে পারবে না।