করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের পরে অনেকেই আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। ডাক্তাররা জানাচ্ছেন করোনা থেকে সুরক্ষিত থাকতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হল যথার্থ টিকাকরণ। মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এবার একটি নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়ে দিয়েছে, এবারে দ্বিতীয় ডোজ যাদের প্রয়োজন তাদের জন্য টিকাকরণ করতে হবে। এর ফলে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ চলে গেল একেবারে বিশবাঁও জলে। কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে যে টিকা আসছে তার ৭০ শতাংশের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ব্যবহার করা হোক। আর বাকি ৩০ শতাংশ ব্যবহার করা হয় প্রথম ডোজের ক্ষেত্রে। তবে রাজের কাছে এখন অপশন রয়েছে, তারা শুধুমাত্র দ্বিতীয় ডোজ এর টিকা তাদের রাজ্যে নিতে পারেন।
এছাড়াও রাজ্য গুলিকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে যেন কোনভাবেই টিকা যাতে নষ্ট না হয় এই দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এর আগে বেশ কয়েকটি রাজ্যে টিকা নষ্টের ঘটনা সামনে এসেছে। যদিও পশ্চিমবঙ্গে তেমনভাবে টিকা কিন্তু নষ্ট হয়নি। পশ্চিমবঙ্গে মোটামুটি সমস্ত টিকা কাজে লেগেছিল। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্য গুলিকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। এই পরামর্শ থেকে রাজ্যগুলি জরুরী তথ্য পেয়ে যাবে চাহিদা অনুযায়ী। এছাড়াও কেন্দ্র জানিয়ে দিয়েছে, এবারে কেন্দ্রের অফিশিয়াল কো উইন ওয়েবসাইটে তারা নাম নথিভুক্ত করতে পারবেন, যাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন রয়েছে।