সময়মতো জ্বালানি গ্যাস না পাওয়ায় অনেক সময়ই অসুবিধায় পড়েন গৃহস্থরা৷ অথচ তাঁদেরই ব্যবহারের জন্য নির্দিষ্ট গ্যাস সিলিন্ডার বেআইনি ভাবে কাজে লাগাচ্ছেন কাঁথির ছোট রেস্তোরাঁ, হোটেল মালিকরা, কিছু ফড়েদের সৌজন্যে৷
সরকারি নিয়মে গৃহস্থদের ব্যবহার্য গ্যাস–সিলিন্ডারের তুলনায় ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার্য কমার্শিয়াল গ্যাস–সিলিন্ডারের দাম অনেকটাই বেশি৷ ফলে এক শ্রেণির ফড়ে শহরের গৃহস্থদের থেকে সিলিন্ডার নিয়ে মজুত করে রাখে, যেগুলি চড়া দামে কিনে নেন রেস্তোরাঁ, হোটেল–মালিকরা৷ এতে কর্মাশিয়াল গ্যাসের তুলনায় কম খরচে গ্যাস পেয়ে যান ব্যবসায়ীরা৷ শুধু তাই নয়, গ্যাস সরবরাহে ঘাটতি থাকলেও তার আঁচ পোহাতে হয় না তাঁদের৷ গৃহস্থদের ব্যবহার্য গ্যাস ব্যবসার কাজে লাগানো বেআইনি৷ অথচ কাঁথি শহরে অবাধে চলছে এই বেআইনি কারবার৷ পুলিশ–প্রশাসন নীরব৷ এতে ক্ষুব্ধ গৃহস্থ গ্রাহকরা৷ কেন কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ণ তুলছেন তাঁরা৷