পথে ঘাটে নানান সময় মহিলাদের বহু সমস্যায় পড়তে হয়। একটু রাত বাড়লেই নিরাপত্তাহীনতায় ভোগেন মহিলাদের একাংশ। বিশেষ করে যাঁরা কর্মজীবী, অনেক সময় রাত করে বাড়ি ফেরা নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন অবস্থায় অনেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন তাঁরা। রাস্তায় মদ্যপদের উৎপাত, ছিনতাবাজদের দৌরাত্ম্য তো আছেই! তার পাশাপাশি বিভিন্ন সময় বাড়ির মহিলাদের পড়তে হয় নানা সাংসারিক জটিলতায়। এইসব বিপদের মুখে অসহায় বোধ করেন তাঁরা। এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) প্রচেষ্টায় নেওয়া হল এক অভিনব উদ্যোগ। গঠন করা হল প্রশিক্ষিত মহিলা কমব্যাট ফোর্স। নাম দেওয়া হয়েছে 'তেজস্বিনী' (Tejaswini)।
কী এই তেজস্বিনী বাহিনী? সূত্র মারফত খবর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তৈরি করা হয়েছে এমন বাহিনী। যেখানে থাকবেন বিশেষ প্রশিক্ষিত লেডি অফিসারদের একটি দল। যাঁদের কাজ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। যেসকল মহিলা বিপদে পড়বেন, তাঁরা তৎক্ষণাৎ এই বাহিনীর কাছ থেকে পাবেন সহায়তা। সূত্রের খবর, আজ থেকেই এই বাহিনী এলাকায় টহল দেওয়া শুরু করেছেন। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে এই বাহিনী দিনরাত পরিষেবা দেবেন বলে খবর।
মেট্রো শহরগুলিতে রাত বাড়লেই বাড়ে দুষ্কৃতীদের তাণ্ডব। মহিলাদের পড়তে হয় নানা সমস্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে এমন প্রমিলাবাহিনী। যাঁদের কাজ অসহায়, বিপদগ্রস্ত মহিলাদের নিরাপত্তা প্রদান। এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগেও তৈরি হল এমন তেজস্বিনী বাহিনী। শিলিগুড়ির এক বাসিন্দার কথায়, "রাত বাড়লেই বাড়ে দুষ্কৃতীদের অত্যাচার। মহিলাদের একা পথ চলতে পড়তে হয় বহু সমস্যায়। পুলিশের উদ্যোগে এমন বাহিনী সত্যিই মহিলাদের নিরাপত্তা প্রদান করবে। মহিলারা নির্ভয়ে এলাকায় ঘোরাফেরা করতে পারবেন।"