আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার বৃহত্তর রাজনৈতিক দলগুলির পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পরিসরে দল নিয়ে ময়দানে নামার ইচ্ছা প্রকাশ করেছে বহু ভিনরাজ্যের শাসক দল। এর আগেই বিহারের নীতিশ কুমারের জেডি(ইউ) ও ওয়েইসির মিম বাংলায় প্রার্থী দাঁড় করানোর কথা জানিয়েছে, এবার মহারাষ্ট্রের শিবসেনাও একশোটি আসনে প্রার্থী দাঁড় করাতে ইচ্ছুক বঙ্গে।
কিছুদিন আগেই মুখপত্র সামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে লড়াকু মানসিকতার ভুয়সী প্রশংসা করে শিবসেনা। বিজেপি বিরোধী সমস্ত দলগুলির এই সময়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা এনে মুখ্যমন্ত্রীকে এই লড়াইয়ে আরও সাহস সঞ্চার করা উচিৎ বলেও উল্লেখ করা হয় ওই সামনায়। আর গত রবিবার শিবসেনার এরাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বের যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই বাঙালির ওপর চরম অত্যাচার করেছে, কারণ বিজেপি হল বাংলা বিরোধী এক ফ্যাসিস্ট দল। তাই বাংলা ভাষা ও সংস্কৃতির বিরোধীদের বিরুদ্ধে একজোটে লড়তে চান তারা। শত আসনে তাই প্রার্থী দেবে শিবসেনা, উত্তরবঙ্গ সমাজ পার্টি, আমরা বাঙালি ও উত্তরবঙ্গ আদিবাসী পরিষদ জোট। পরে ঝাড়গ্রামের সংগঠনও এর আওতাভুক্ত হতে পারে। সকলেই একযোগে বিজেপি বিরোধীতায় মগ্ন হলেও পাত্তা দিতে নারাজ বিজেপি।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
    