নিত্য যাত্রীদের জন্য সুখবর। এবার শিয়ালদহ ডিভিশনের (Sealdah Divison) সব শাখায় ট্রেনের গতি বাড়াচ্ছে রেল (Train) কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শেষ হয়েছে যাবতীয় কাজ। অপেক্ষা শুধু সবুজ সংকেতের। কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত পেলেই ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে, বনগাঁ শাখার রানাঘাট-বনগাঁ, দমদম-বনগাঁ শাখায় বর্তমানে ট্রেনের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার যা বেড়ে হবে ১০০ কিলোমিটার। শিয়ালদহ-নৈহাটি শাখাতেও এখন ট্রেনের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা, তা বেড়ে হবে ১০০ কিলোমিটার।
বলাবাহুল্য, বর্তমানে যে সব শাখায় ট্রেনের গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা, সেই শাখাগুলিতে ট্রেনের গতি হতে চলেছে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এমনকি প্রয়োজনে বাড়তে পারে ট্রেনের সংখ্যাও।