কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি বুক লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এরকম ভাই একটি ভিডিওতে দেখা দিয়েছে সম্প্রতি।সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে এই ভিডিওটি একেবারে ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করেছে। কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন তৃণমূল কর্মীর মৃত্যুর পরের ভিডিওটি ভাইরাল হয়। তৃণমূল নেতৃত্ব সরাসরি না হলেও, কলা কৌশল এর মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।
এই ভিডিওতে আমরা সায়ন্তন বসু কে দেখতে পাচ্ছি, তিনি বলছেন, "সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে করা হয়। গুলি যেন পা লক্ষ্য করে না যায়। থানার বাইরে বের করতে দেবো না পুলিশকে। নিশ্চিন্তে থাকুন। ভোটের সময় এই ভ্যাবলা পুলিশ শুধু প্যারেড করবে। এমন বাড়াবাড়ি দেখানো হবে যদি দৌড়াদৌড়ি তো দূরের কথা এখন যাবে দৌড়ে আর ফিরবে খাটিয়াতে করে। এই ব্যবস্থা আমরা করে দেবো।" যদিও বিজেপি নেতৃত্বের দাবি করেছে, এই ভিডিওটি বিগত ২০১৯ সালের এবং তৃণমূল নেতৃত্ব বর্তমানে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভিডিওটি পুনরায় ভাইরাল করা শুরু করেছে।