মুকুল রায়ের (Mukul Roy) অসুস্থ স্ত্রী কৃষ্ণা দেবীকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে দিলীপ মুকুল দ্বন্দ্ব কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল। এবার সেই দ্বন্দ্বে নতুন যোগদান করলেন সৌমিত্র খাঁ (Soumitra Kha)। তিনি গতকাল অর্থাৎ রবিবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকে উপস্থিত না থাকে মুকুল রায়ের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে হাজির হন। জানা গিয়েছে যে তিনি মুকুল জায়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন। আসলে শনিবার বাঁকুড়ার বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠক ছিল। জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কথা জানানো হয়। কিন্তু তা জানার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন সৌমিত্র খাঁ। তবে শমীক ভট্টাচার্য দাবি করেছেন যে মোবাইল বদল করার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন সৌমিত্র। সেই বৈঠকে করোনা মোকাবিলায় রাজ্যের বিধিনিষেধের যুক্তি দেখিয়ে যোগ দেননি তিনি। অথচ বিধি-নিষেধের মাঝেই তিনি গতকাল সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে এসেছিলেন।
জানা গিয়েছে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীর খোঁজ নিতে এসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে শুভ্রাংশু রায়ের সাথে তাঁর কথা হয়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দলের প্রতি বেসুরো মনোভাব দেখাচ্ছেন শুভ্রাংশু। তিনি ফেসবুক পোস্টে তৃণমূলে ফিরে যাবার একাধিক ইঙ্গিত দিয়েছেন। সেই সাথে জানা যাচ্ছিল সৌমিত্র খাঁ নিজেও ঘাসফুল শিবিরে ফিরে যেতে চান। অবশ্য এই জল্পনায় জল ঢেলে সৌমিত্র খাঁ বলেছেন, "দলে এখনও দম বন্ধ হয়নি। তাই তিনি বিজেপিতে থাকবেন।" তবে সৌমিত্র খাঁ এর দিলীপ ঘোষের বৈঠক ছেড়ে মুকুল রায়ের বাড়িতে হঠাৎ উপস্থিত হওয়া বঙ্গ রাজনীতিতে প্রবল বিতর্ক সৃষ্টি করেছে।