কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সমর্থন জানাতে ব্যারাকপুরের সুকান্ত সদনে চন্দন সেন, বিভাস চক্রবর্তী সহ আরো অনেক নাট্যব্যক্তিত্বদের নিয়ে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। শারীরিক বিকলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও কৃষি আইনকে 'সর্বনাশা' বলে এই আন্দোলনের সাফল্য কামনা করেছেন শঙ্খ ঘোষ। আর পাল্টা দিলীপ ঘোষ এবার অমর্ত্য সেনের পর শঙ্খ ঘোষকেও ব্যঙ্গাত্মক জবাব দিলেন।
আয়োজকদের পাঠানো একটি বার্তায় শঙ্খবাবু বলেন রাষ্ট্রশক্তির চাপিয়ে দেওয়া সর্বনাশা এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে দুঃসাহসিক প্রতিবাদে নেমেছেন কৃষকরা। সমস্ত দল-মত নির্বিশেষে ছাত্র যুবক ও শিল্পী সাহিত্যিকদের সমর্থনে এই আন্দোলন সাফল্য পাক, এমনটাই কামনা করেন। আর এতেই বিদ্রুপাত্মক উক্তিতে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কথায়, এই সব লোকেদের ছবি অনেকদিন সংবাদমাধ্যমে দেখা যায়নি তাই ছবি তোলার উদ্দেশ্যই প্রধান। আরো তীর্যক ভঙ্গিতে বলেন যদি মনে হয় কেন্দ্রীয় কৃষি আইন কৃষক বিরোধী তাহলে পশ্চিমবঙ্গের কৃষকদেরও আন্দোলনে নামতে বলুক এবং শুধু ছবি তোলার জন্য এমনটা করলে পরে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। অমর্ত্য সেনের পর এবার আক্রমণের নিশানায় শঙ্খ ঘোষ, বঙ্গ বিজেপির সাথে বুদ্ধিজীবীদের দূরত্ব ক্রমেই প্রকট হচ্ছে।