রাশিয়ার তৈরি করা করোনা প্রতিষেধক স্পুটনিক ভি এর ট্রায়াল হবে এ রাজ্যের তিনটি হাসপাতালে। রাশিয়াই সর্বপ্রথম এই ভ্যাকসিন আবিষ্কার করেছিল। বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা রেড্ডিজ ল্যাবরেটরীর এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ড ফান্ড একসঙ্গে জোট বেঁধে দ্বিতীয় ভ্যাকসিন ইপিভ্যাক এর সফল প্রয়োগ ঘটিয়েছেন।
বাংলাতে এই ট্রায়ালের জন্য ডঃ রেড্ডিজ ল্যাবরেটরী তরফ থেকে ক্লিনিমেড লাইফসায়েন্স কে দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রতিষেধকটির নাম গ্যাম-কোভিড ভ্যাক। ঠিক করা হয়েছে মানব শরীরে প্রথমে দ্বিতীয় তারপর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালু হবে। এ রাজ্যের দুটি বেসরকারি হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে ট্রায়াল চলবে। দ্বিতীয় পর্যায়ে ২০০জন এবং তৃতীয় পর্যায়ে ১৫০০ জনের শরীরে ট্রায়াল দেওয়া হবে। স্বেচ্ছাসেবক হওয়ার জন্য ১৮ বছর বয়সের উধ্বে হতে হবে। এবং ট্রায়ালের দু মাস আগে রক্ত বা প্লাজমা দান করা যাবেনা।