ডোমজুড়ে (domjur) জাতীয় সড়কের ধারে একটি মদের দোকানে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতীদের গুলিতে আহত মদের দোকানের এক কর্মচারী। বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের (NH 6) আলমপুর মোড়ের কাছে একটি মদের দোকানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দোকানের কর্মচারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করার আগে যখন তাঁরা হিসাব করছিলেন, তখনই আচমকা দোকানে হানা দেয় তিন সশস্ত্র দুষ্কৃতী। দোকানের আলো নিভিয়ে দেওয়া হয়। সেসময় দোকানের এক কর্মচারী দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে উদ্দেশ্য করে তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। এর মধ্যে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও বাকি দুই গুলি লাগে কর্মচারীর হাতে এবং কাঁধে।
এদিকে গুলির শব্দ পেয়ে ছুটে আসেন পানশালার বাকি কর্মচারীরা। গুরুতর যখন অবস্থায় ঐ কর্মচারীকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। জানা গিয়েছে, আহত কর্মচারীর নাম অভিজিৎ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছেন তাঁরা। ডোমজুড় থানার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগও। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।