দীর্ঘ কয়েকদিনের দাবদাহে অতিষ্ঠ হয়ে গিয়েছিল গোটা বঙ্গবাসী। কিন্তু সামান্য স্বস্তি দিয়ে বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। এমনকি কয়েকদিন আগে থাকতেই ভারী বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের মতে উত্তরের জেলাগুলিতে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা বা লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এ। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুর জেলাতেও।
আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টির সর্তকতা জারি করেছে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রচুর বৃষ্টিপাত হলে পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের অনুমান যে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমামে ভারী বৃষ্টিপাত হতে পারে।