বিজেপিতে থাকলেও এখনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষ শিবিরেই আছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক আজকেও নেট মাধ্যমে নিজের বক্তব্যের পক্ষ নিয়েই সওয়াল করেছেন। শনিবার তিনি জানিয়ে দিয়েছেন, গোঁড়া সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তিনি লড়াই করছেন এবং করবেন। এর আগেও তিনি এরকম রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার ক্ষোভ এখনো রয়েছে বলেই তিনি জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এদিন বিকেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে অভিহিত করেছেন বিজেপি নেতা।
রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি এখনো পর্যন্ত বিজেপি তে আছি। আত্মীয় অসুস্থ বলে উত্তর কলকাতায় তাকে দেখতে এসেছিলাম। কুনাল দার বাড়ির পাশে তার বাড়ি। তাই দীর্ঘদিনের দাদা এবং বন্ধু কুণাল ঘোষের সঙ্গে একবার দেখা করে গেলাম আর কিছু না।" অন্যদিকে, ফেসবুকে তার পোস্ট নিয়ে এতদিন পরে তিনি নিজে মুখ খুলেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, "ফেসবুকে ঐ পোস্টটা আমি করেছি। আমি বলতে চাই এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারের সবে এক মাস হয়েছে। এখন যদি বিরোধীরা রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় এবং গোঁড়া সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজন করতে চায় তাহলে আমি দলে থেকেও তার বিরোধিতা করতে চাই।" ঘনিষ্ঠ মহলের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির অতি হিন্দুত্ববাদী মতবাদ নিয়ে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে সেই সময় তার কথা কেউ শোনে নি বলে তিনি অভিযোগ করেছেন। তার মতামত, বিজেপির এই অদ্ভুত সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজন বাংলার মানুষের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যেতে পারেনি, এবং এই কারণেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। যদিও মুকুল রায়ের ঘরে ফেরা নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন এটা মুকুলের ব্যক্তিগত ভাবনা চিন্তা। এবং এও জানিয়েছেন, তিনি এখনও বিজেপির সঙ্গেই আছেন তিনি বর্তমানে দলবদল করছেন না।