ছিলেন অতিরিক্ত ডিজি (Addl. DG) পদে। সেখান থেকে পদোন্নতি হয়ে রাজ্য পুলিশের ডিজি (DG) পদে নিযুক্ত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। শুক্রবার ডিরেক্টর জেনারেল পদে পদোন্নতি হয় তাঁর।
তবে এদিন শুধু রাজীবই নন, আরও পাঁচ ডিআইজি (DIG) পদমর্যাদার অফিসারও আইজি (IG) পদে নিযুক্ত হয়েছেন। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে আইজি পদ থেকে পদোন্নতি ঘটিয়ে অতিরিক্ত ডিজি পদে নিযুক্ত করা হয়েছে।
এতদিন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি পদে থেকে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করতেন রাজীব। এবার থেকে রাজ্য পুলিশের ডিজি-র পদ সামলাবেন তিনি। তবে তাঁকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা, সেবিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে সারদা (Sarada), নারদা (Narada)-সহ একাধিক মামলায় জড়িত থাকার জন্য বারবার বিড়ম্বনায় ‘কলকাতা পুলিশের কমিশনার’ রাজীব। তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছিল সিবিআই (CBI)-এর মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও।