সারা দেশে করোনা মহামারী শুরু হওয়া থেকেই, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মার্চ মাসে যে সম্পূর্ণ লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় থেকেই লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। ছ'মাস দীর্ঘ সময় ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে একটি বড় অংশের নিত্য যাত্রীদের মান্থলি টিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে ইতি মধ্যেই। তবে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে সেই মান্থলিগুলির মেয়াদ বাড়ানো হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
তবে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা জানান, এ ধরনের মান্থলি টিকিটের মেয়াদ ঠিক কোন অঙ্কে বাড়বে তা নিয়ে এখনও কোনো নিয়ম নির্ধারিত হয়নি। রেল কর্তৃপক্ষের এখন মূল লক্ষ্য করোনা সংক্রমণ এড়িয়ে যাত্রী পরিসেবাকে আবার আগের মতো করে তোলা।
১লা সেপ্টেম্বর আনলক-৪ শুরু হওয়ার আগে থেকেই কলকাতায় মেট্রো চালানো নিয়ে রাজ্য সরকার ও মেট্রো রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল। দীর্ঘ আলোচনার পর মেট্রো চালানোয় সবুজ সংকেত মিললেও, লোকাল ট্রেন কবে থেকে চলবে সে নিয়ে এখনো কোনো তথ্যই জানায়নি রেল কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকার ও পূর্ব রেলের আধিকারিকদের তৎপরতায় স্পষ্ট যে শিয়ালদহ ও হাওড়া শাখায় লোকাল ট্রেন চালু করার প্রস্তুতি বেশ জোর কদমেই চলছে। গত বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার একটি অনলাইন সাংবাদিক বৈঠকে জানান মেট্রো চালুর পর ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখে লোকাল ট্রেনে যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কীভাবে মেনে চলা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এব্যাপারে প্রত্যেক দিনই রাজ্য সরকারের সাথে যোগাযোগ রেখে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। প্রত্যেক দিন পূর্ব রেলে কমপক্ষে ১,৪০০ টি ট্রেনে ৩০ লক্ষ যাত্রী বহন করে। অর্থাৎ প্রত্যেক ট্রেন পিছু আড়াই হাজার যাত্রী সফর করেন। স্বাভাবিক ভাবেই এত সংখ্যক যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব কিভাবে বজায় রাখা সম্ভব, সেটাই চিন্তার মূল বিষয়।