শুভেন্দু অধিকারী এরপর কী পদক্ষেপ নেন, তা নিয়ে স্বভাবতই দমবন্ধ অপেক্ষা রয়েছে রাজ্যের বিরোধী মহলে৷ পূর্ব মেদিনীপুরের তৃণমূল শিবিরও প্রবল উদ্বেগ নিয়ে তাকিয়ে রয়েছে সেদিকে৷ এমনকি শুভেন্দুবাবু মন্ত্রীত্ব ছাড়ার পর জেলার দলীয় শিবির প্রায় ভাগ হয়ে গেছে তিনভাগে৷
মন্ত্রীত্ব ছেড়েছেন ঠিকই, কিন্তু শুভেন্দুবাবু এখনও বিধায়ক পদ কিংবা তৃণমূলের সদস্যপদ ছাড়েননি৷ ফলে আগামী দিনে তিনি কোন পথে চলবেন, তা নিয়ে ধন্ধে পড়েছেন জেলার তৃণমূল কর্মীরা৷ একটি ভাগে রয়েছেন শুভেন্দু অধিকারীর একান্ত অনুগত কর্মীরা৷ ‘দাদা’ যে পথে চলবেন, সেই পথেই হাঁটবেন তাঁরা৷ এমনকি শুভেন্দুবাবু দল বদল করলে, তাঁরাও তা করতে রাজি৷ হলদিয়া বিধানসভার বেশ কয়েকজন জেলা পরিষদ সদস্য রয়েছেন এই দলে৷
এর ঠিক বিপরীত অবস্থানে রয়েছে শুভেন্দু–বিরোধী শিবির৷ মন্ত্রীত্ব থেকে শুভেন্দুর পদত্যাগে খুশি তাঁরা৷ চাইছেন দল থেকেও যেন তিনি বেরিয়ে যান৷ এই শিবিরের অন্যতম মুখ নন্দীগ্রাম আন্দোলনের এক নেতা শেখ সুফিয়ান, রামনগরের বিধায়ক অখিল গিরি প্রমুখ৷
তৃতীয় ও শেষ ভাগে রয়েছেন যাঁরা, তাঁরাও শুভেন্দু অধিকারীর অনুগত, তবে তাঁদের আনুগত্যের মধ্যে মিশে আছে ভবিষ্যতের হিসেব৷ মন্ত্রীত্ব ছাড়ার পর শুভেন্দুবাবু কী পদক্ষেপ নেন, সেদিকে যেমন নজর রেখেছেন তাঁরা, তেমনই তৃণমূল রাজ্য নেতৃত্ব তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাও তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন৷ এই ভাগটিতে রয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের আরেক নেতা আবু তাহের৷ দু’দিক খতিয়ে দেখেই নিজেদের অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তাঁরা৷
এই অবস্থায় শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতৃত্ব– কার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷