বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল করার ইস্যুতে বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও তিন বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। এবার পাল্টা অভিযোগ পুলিশের বিরুদ্ধেই। এদিন ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির স্পষ্ট দাবি, ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।
উল্লেখ্য, শুধু ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল নন, অন্য বিজেপি নেতাদেরও হেনস্থার করার অভিযোগ তোলা হয়েছে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকায় বিজেপির মিছিল আটকাতে গিয়ে বিজেপির কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে আটকে পড়ে পুলিশ। আর এই সময় অভিযোগ ওঠে, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে শ্লীলতাহানি করেন অভিযুক্ত অফিসার।
আপাতত এই ইস্যুতে মুখ খোলেনি শাসকদল। তবে মৃতদেহ নিয়ে মিছিল করার ইস্যুতে মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে বলেন, তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভাল হবে! মেশিনারি আমার কাছে নেই! এক সেকেন্ড লাগবে। পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব। ১০ দিন খেতে পারবে না গন্ধে।"