গ্রাহকদের থেকে প্রায় এক কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠল খোদ পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত নন্দ গোপাল সর্দার বনগাঁ থানার বোয়ালদহ পোস্ট অফিসের পোস্টমাস্টার। এলাকাবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই নন্দ গোপাল এলাকার বহু মানুষের টাকা তছরুপ করে আসছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ এবং শনিবারই অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করেন তাঁরা।
পোস্টমাস্টারের গ্রেফতারির খবর পেয়েই থানার সামনে জমতে শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় তাঁকে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই নিয়ে থানা চত্বরে চরম উত্তেজনারও সৃষ্টি হয় বলে খবর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, প্রতারিত গ্রাহকরা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি তাঁরা ধৃত পোস্টমাস্টারকে মারতে যেতেও উদ্যত হন। তবে, জনতার বিক্ষোভ কোনোরকমে সামাল দিয়ে পুলিশ নন্দ গোপাল সর্দারকে আদালতে তোলে।
ঘটনার প্রতিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাধারন মানুষের কষ্টার্জিত উপার্জন ঐ পোস্টমাস্টার বহুদিন ধরেই তছরুপ করে আসছেন। তাঁরা পুলিশের কাছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে তছরুপ হওয়া টাকা ফেরতের দাবিও জানান গ্রাহকেরা। একসাথে বহু গ্রাহক প্রতারিত হওয়ার পরে সকলে মিলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেফতার করে।