এবারের লোকসভা ও রাজ্যসভার বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভবত সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে একটি বিল পেশ হতে চলেছে এবং আশা করা যাচ্ছে আগামী বাদল অধিবেশনে রাজ্যসভায় ওই বিল উত্থাপন হতে পারে। সম্ভাবনা আছে বিজেপি সাংসদ রাকেশ সিং এই বিলটি উত্থাপন করবেন। লোকসভায় ওই একই বিল উত্থাপন করতে চলেছেন বিজেপির আরেক সাংসদ রবি কিসান। যদিও ২০১৯ সালে রাকেশের একটি প্রাইভেট মেম্বার বিল রাজ্যসভায় উত্থাপিত হয়েছিল। ওই বিলের বক্তব্য ছিল কোনো পরিবারে দুইয়ের বেশি সন্তান থাকলে সেই পরিবারকে বাড়তি সুযোগ দেওয়া হবে।
শুক্রবার দ্বিতীয় ভাগে রাকেষের ওই বল আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছিল। তবে আপাতত রাকেশের বিল দ্বিতীয় স্লটে রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে এই বিল উত্থাপিত হতে পারে। এ তো গেল রাজ্যসভার কথা, লোকসভাতেও সেই একই বিল পেশ করার কথা জানিয়েছেন বিজেপি সাংসদ রবি কিসান। এর আগেও বহুবার এই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক বিল উত্থাপিত হয়েছে সংসদে। কিন্তু তেমন ভাবে কখনো এই বিলের উপর গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে উত্তরপ্রদেশের জনবিস্ফোরণ হবে।
এই অবস্থায় রবিবার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি প্রকাশ করে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। আগামী ১০ বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মানুষের মধ্যেজনসচেতনতা গড়ে তোলা লক্ষ্য যোগী আদিত্যনাথ এর। তিনি বলছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ দুই সন্তান রাখা বাধ্যতামূলক। এর থেকে বেশি সন্তান হয়ে গেলে কোন ব্যক্তি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও কোন সরকারি ভর্তুকি, সরকারি প্রকল্প স্থানীয় কোনো নির্বাচনে লড়াই, করা যাবে না। এমনকি যদি সরকারি চাকরি করার সময় তৃতীয় সন্তান আসে তাহলে সরকারি চাকরি খোয়াতে হবে তাকে।