২৭ এপ্রিল তারিখে যখন অষ্টম দফার ভোটগ্রহণ হবে সেই সময়ে আবার নির্বাচন হবে শীতলকুচির সেই ১২৬ নম্বর বুথে যেখানে গত চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ এরপর বেশ কয়েকদিন চলে গেছে এবং আরও তিন দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা এখনো চলছেই। পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসার পরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সন্দেহের তীর আরো তীব্র। একদিকে যেমন শীতলকুচি নিয়ে চাপে কেন্দ্রীয় বাহিনী, সেই সময় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল আগামী অষ্টম দফার নির্বাচনের সঙ্গে সঙ্গেই পুনরায় ভোটগ্রহণ হবে শীতলকুচির ওই বুথে।
আগামী ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত আমতলী হাইস্কুলের নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আপনাদের হয়তো সকলের মনে আছে, গত ১০ এপ্রিল সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামের ৪ জন গ্রামবাসী সিআইএসএফ এর গুলিতে নিহত হয়েছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজনের দেহে ছিল বুলেটের ক্ষত। ইতিমধ্যে সিআইডির কাছে এই শীতলকুচি কাণ্ডের তদন্ত ভার পড়েছে। পাশাপাশি আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরে আলাদা করে তদন্ত করা হচ্ছে।