ভাগাড় কাণ্ডের স্মৃতি উগরে দিয়ে ফের পচা মাংসের জালের খোঁজ পাওয়া গেল রাজ্যে। গতকাল রাতে হুগলির (Hooghly) চুঁচুড়া থেকে উদ্ধার হয়েছিল ৫৬ কেজি পচা মাংস। জানা গিয়েছে, গতকাল রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা এবং ফুড সেফটি অফিসাররা (Food Safety Officer) চুঁচড়ার খরুয়া বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে একটি মাংসের দোকান থেকে প্রায় ৫৬ কেজি পচা মাংস উদ্ধার হয়। ওই দোকান থেকে এলাকার একাধিক হোটেল এবং রেস্তোরাঁয় কাঁচা মাংস সাপ্লাই করা হত। ওই দোকানের ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অর্ণব ঘোষ বলেছেন, "উদ্ধার হওয়া মাংসগুলো কতদিনের পুরনো তা জানতে ইতিমধ্যেই স্যাম্পেল পরীক্ষায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে সম্পূর্ণ চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।" তারপর তদন্ত করা হবে এই পচা মাংস বিক্রির চক্রের পিছনে কাদের হাত আছে এবং কোথা থেকে এই পচা মাংস সরবরাহ হচ্ছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনা সম্বন্ধে পুরোদমে তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে এপ্রিল মাসে কলকাতা এবং সংলগ্ন শহরতলী এলাকায় পচা মাংস বিক্রি নিয়ে ব্যাপক চাপানউতোর হয়েছিল। জানা গিয়েছিল সস্তার খাবারে যে মাংস দেওয়া হচ্ছিল তা বজবজের ভাগাড় থেকে আনা মরা পশুর মাংস। এই ঘটনার তদন্তে শেষ পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল। এবার আবারও এত পরিমান পচা মাংস উদ্ধার হওয়ায় পুরনো স্মৃতি মনে পড়ছে সকল বঙ্গবাসীর।