আজ অগাস্ট মাসের প্রথম লকডাউনেই পূর্ব মেদিনীপুরের তমলুকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শুনশান রাস্তা-ঘাট। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস, দোকান-বাজার ও পরিবহন ব্যবস্থা। তা সত্ত্বেও তমলুক, নন্দকুমার ও ময়নার বিভিন্ন বাজার এলাকা, ব্যস্ত রাস্তাগুলোতে পুলিশকে টহল দিতে দেখা যায়।
চলতি মাসে রাজ্য জুড়ে আজকের পর ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ তারিখে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ জারি করেছে নবান্ন। তবে ৩১ শে অগাস্ট পর্যন্ত কন্টেনমেন্ট জোনগুলিতে যেমন কড়া লকডাউন চলছিল তেমনি চলবে। তমলুক-ময়না সীমান্তে অর্থাৎ ময়না ব্রিজের ওপর পুলিশের নাকা চেকিং হতে দেখা যায় এদিন। বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া মানুষ দেখলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করে, কিন্তু উপযুক্ত কারণ না দেখতে পারলে পুলিশ সেইসব ব্যক্তিকে তৎক্ষণাৎ বাড়ি ফিরিয়ে দেয়।