মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ও সরকারি প্যাড জাল করে প্রতারণার দায়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের সিন্দুরিয়া গ্রামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বছর ছাব্বিশের ওই প্রতারকের নাম কমলকান্ত সিং।
জানা গেছে, রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি দেবার নাম করে গ্রামের ৩০ জন যুবক যুবতীদের থেকে মোটা অংকের টাকা আদায় করে ওই প্রতারক। মুখ্যমন্ত্রীর নকল স্বাক্ষরযুক্ত ওই ভুয়া প্যাডে কমিশনের চেয়ারম্যানকে চিঠিতে চাকরী দেওয়ার কথা বলা ছিল।
পুলিশের কাছে অভিযোগ দায়ের হলে অবশেষে ওই অভিযুক্ত ব্যক্তিকে ঝাড়খন্ডের ধলভূমগড় থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে সমস্ত নকল কাগজ বাতিল করেছে পুলিশ। ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ এ প্রসঙ্গে জানান,"অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
ওই ধৃত যুবককে বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচা।