করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা দেশবাসী। বেহাল অবস্থা বাংলারও। এই পরিস্থিতিতে মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশজুড়ে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সকলকে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। তবে বাংলায় ভ্যাকসিন আকালের জন্য জেলায় জেলায় সকাল থেকেই ভ্যাকসিন ক্যাম্পের সামনে লম্বা লাইন চোখে পড়ছে। আজ অর্থাৎ শনিবার বাঁকুড়া (Bankura) শহরের একটি ভ্যাকসিন ক্যাম্পে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন। আসলে জানানো হয়েছিল যে সেখানে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ১৫০ জনকে দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় টিকাকরন প্রক্রিয়া। জানানো হয়, বাকি ৫০ ডোজ অনলাইন আবেদনকারীদের দেওয়া হবে। এই ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করলে সেখানে উপস্থিত হন বাঁকুড়া থানার সাব-ইন্সপেক্টর গোপীনাথ গড়াই। কিন্তু অভিযোগ উঠেছে তিনি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেন এবং মহিলাদের মারধর করেন। ঘটনা কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।
সাধারণ মানুষ বাঁকুড়া থানার সাব-ইন্সপেক্টরের "দাদাগিরির" তীব্র প্রতিবাদ করে। ওই পুলিশ আধিকারিক লাইনে দাঁড়ানো মানুষের সাথে দুর্ব্যবহার করলে সাধারণ মানুষ প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন। লাইনে দাঁড়ানো এক তরুণী অভিযোগ জানিয়েছেন, "করোনা বিধি নিজেই মান ছিলেন না ওই পুলিশকর্মী। মাস্ক থুতনিতে নামিয়ে রেখে সকলকে মারধর করছিলেন। এমনকি এক অন্তঃসত্ত্বা মহিলাকেও তিনি মারধর করেন।" একপ্রকার পুলিশ আধিকারিক ও ভ্যাকসিন নিতে আসা মানুষের মধ্যে বচসা শুরু হলে রণক্ষেত্রের চেহারা নেয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।