শহর থেকে গ্রাম সব জায়গাতেই প্লাস্টিক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে প্রতিটি পুরো এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে এবং জল জমা একটি রোজকার ব্যাপার হয়ে গেছে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ভয়ানক মানের দূষক এবং এগুলি মাটির মান খারাপ করে ফেলে। তাই এই পরিস্থিতিতে কলকাতার একটি বেসরকারি সংস্থা প্লাস্টিক এর মাধ্যমে টি শার্ট বানানোর কাজ শুরু করেছে। এর আগেও দেশের বেশ কিছু জায়গাতে প্লাস্টিক এর মাধ্যমে টি শার্ট তৈরির কাজ শুরু করা হয়েছিল। তবে মনে করা হচ্ছে এইবারের প্রকল্প অনেক বেশি সফল হবে।
উত্তরপাড়া পুর কর্তৃপক্ষ এলাকার প্লাস্টিকের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রজেক্ট শুরু করেছেন। হুগলির এই শহরে পুরসভার তরফে প্রচার চালানো সত্ত্বেও প্লাস্টিকের ব্যাপারে কেউ সতর্ক হননি। বাজারে দৈনিক যে সমস্ত আবর্জনা তৈরি হয় তার মধ্যে বেশির ভাগটাই কিন্তু প্লাস্টিকের। আর এই কারণে এলাকার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে মাটির মান সবকিছুই খারাপের দিকে যাচ্ছিল। এবার, এলাকার এই চিন্তা দূর করতে উদ্যোগী হলো বেসরকারি সংস্থা। তারা জানিয়েছেন, প্লাস্টিক সম্পূর্ণরূপে রিসাইকেল করে টি শার্ট তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরপাড়া শহর থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা থেকে টি শার্ট তৈরি শুরু হয়ে গেছে। পুরসভার জঞ্জাল বিভাগের শ্রমিকদের হাতে এই টি-শার্ট তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে।