দীর্ঘ ১৫ বছর আগে চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। ১৬-১৭ বছর ধরে চাকরি করে ছাত্র পড়িয়ে চলেছেন। কিন্তু কর্মজীবনে টাকার মুখ তিনি দেখতে পেলেন না। এবারে সংসারের তাড়নায়, অর্থের অভাবে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক পার্শ্বশিক্ষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দুলাল চন্দ্র দাস দীর্ঘ ১৭ বছর আগে পার্শ্বশিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০০৪ সালে নিযুক্ত হওয়ার পর থেকে একবারের জন্যও তিনি তার কর্মজীবনে সচ্ছলতার মুখ দেখতে পেলেন না। তার মধ্যে তিনি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। এই পরিস্থিতিতে আর্থিক তাড়না সহ্য করতে না পেরে মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন দুলাল বাবু।
বেশ কিছুদিন ধরে জমে মানুষে টানাটানি চলল। কিন্তু তার পরেও শেষ রক্ষা হল না। রবিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুলাল বাবু। পার্শ্ব শিক্ষকদের দাবি, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ধাপে ধাপে পার্শ্বশিক্ষকদের অবস্থা ফেরানোর চেষ্টা করবেন তিনি। কিন্তু তেমন কিছু হল না। একজন পার্শ্ব শিক্ষক বললেন, "যা মাইনে পাই তাতে সংসার চলে না। আপার প্রাইমারির ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বেতন ১১,৩০০ টাকা। আর প্রাইমারির ক্ষেত্রে ৮,৮০০ টাকা। মাইনে বৃদ্ধি নিয়ে আজকে ২৪ দিন ধরে বিকাশ ভবনের সামনে আমাদের আন্দোলন চলছে।"