পুজোর মধ্যেই রাজ্যে পেঁয়াজের বাজারদর ছুঁল ১০০ টাকা প্রতি কেজি। করোনার তান্ডব, সঙ্গে আমফান-এর প্রকোপে রাজ্যে গত কয়েকমাসে ক্রমেই বেড়েছে কাঁচা বাজার ও সবজির দাম। এই কয়েকমাসে পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকার মধ্যে থাকলেও সম্প্রতি তা ছুঁয়েছে ১০০-র গন্ডি। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
সবজি বিক্রেতাদের মতে, এ রাজ্যের অধিকাংশ পেঁয়াজই আমদানি করা হয় মহারাষ্ট্র ও কর্ণাটকের মত রাজ্য থেকে। ফলে এই সমস্ত রাজ্যে পেঁয়াজ উৎপাদনের মূল্য বাড়ায় তার প্রভাব পড়েছে এ রাজ্যেও। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ছবিটা একই।
হাইকোর্টের নির্দেশে এবার পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা অনেকটাই বন্ধ বাঙালির, সঙ্গে যোগ হয়েছে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা। এর মধ্যে পেঁয়াজের আকাশছোঁয়া দাম কি বাধা হবে পেটপুজোতেও? চিন্তায় বাঙালি মধ্যবিত্ত।