ফের করোনা হানা দিচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু দেশসহ চীন ও মধ্য ইউরোপের কিছু অংশে কোভিড ১৯ স্পাইক সংক্রামিত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী জুন জুলাই মাস নাগাদ ভারতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পাড়তে পারে। অন্যদিকে অক্টোবর নভেম্বরে সামান্য নিয়ন্ত্রণে আসবে কোভিড ১৯ স্পাইক।
কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টের নামকরণ করা হয়েছে স্টিলথ ওমিক্রণ। এর হানার কবলে পড়ে ইউরোপে, জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে গত সপ্তাহান্তে এক লাখেরও বেশি নতুন মামলা প্রকাশ্যে এসেছে। গত শুক্রবারেই জার্মানিতে ৩ লাখ নতুন কোভিড কেস রেকর্ড করা হয়েছে। চীন এবং দক্ষিন কোরিয়াতেও করোনা হানা দিচ্ছে বলে খবর।
ইতিমধ্যেই চীন নিজের দেশের বৃহৎ শহরগুলিতে কড়া লকডাউন চালু করেছে। কোভিডের মতোই ওমিক্রণ স্পাইকের ক্ষেত্রেও শূন্য কোভিড নীতি আরোপ করছে চীনা সরকার। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুসারে, দেশে রেকর্ড করা নতুন কেসের ৩৩% জন্য সাব-ভেরিয়েন্ট দায়ী, যা প্রতিদিন গড়ে ২৮,৬০০ নতুন কেস রিপোর্ট করছে।