করোনা আবহে ১৫ মার্চের পর থেকে বন্ধ দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ইউজিসি র স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের কিছু পরীক্ষা হয়ে বাকি সব আটকে লকডাউন, সামাজিক দূরত্ববিধি মানার চক্করে। ফলে কবে পরীক্ষা হবে কবে কিভাবে হবে সেই নিয়ে চিন্তায় ছিল শিক্ষার্থী থেকে ইউজিসি সকলেই। মাঝে একবার প্রস্তাব আসে আগের সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই একটা গড় নম্বর দিয়ে উত্তীর্ণ করে দেওয়া হবে সকলকে। কিন্তু সেই নিয়ে অনেক বিরোধ তৈরি হয় স্বভাবতই। আজ সকালে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো। পরীক্ষা ছাড়া কোনো ডিগ্রী পাবে না কোনো ছাত্র। শিক্ষা মন্ত্রকের পক্ষে অমিত খারে জানালেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কথা।
৬ জুলাই ২০২০ ইউজিসি জানায় যে এই পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। আবার কিছুদিন আগে বেরোনো এক বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলি যেন পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ করেন। বিশ্ববিদ্যালয় গুলি জানিয়ে দেয় এটা তাদের পক্ষে অসম্ভব। তার পরেই সুপ্রিম কোর্টের হাতে গিয়ে পড়ে সিদ্ধান্ত নেওয়ার ভার। ইউজিসির সিদ্ধান্তকেই মেনে নিয়ে সুপ্রিম কোর্ট জানালো পরীক্ষা নিতেই হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় গুলি চাইলে ৩০ সেপ্টেম্বরের পরেও নিতে পারে পরীক্ষা। এখন যে পরীক্ষা শেষ হওয়ার কথা এপ্রিলের মধ্যে সেই পরীক্ষা শেষ পর্যন্ত কবে হবে সেটাই দেখার।