আজকালকার দিনে কমবেশি সকলেই বিভিন্ন ধরনের অনলাইন সাইট থেকে জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। এই ডিজিটালাইজেশনের যুগে সকলেই অনলাইন সাইট থেকে জিনিসপত্র কেনার জন্য নিজের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে থাকেন। শপিং সাইটে অ্যাকাউন্ট বানিয়ে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বর সেভ করা থাকে। এতে প্রত্যেকবার জিনিসপত্র কেনার সময় ১৬ ডিজিটের নম্বর দিতে হয় না। কিন্তু এই পদ্ধতিতে এবার আমূল পরিবর্তন আনল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী বছরের শুরু থেকেই আর জনপ্রিয় অনলাইন শপিং সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদিতে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না। তাহলে অনলাইন শপিং এর ভবিষ্যৎ কি?
আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নির্দেশিকা মাধ্যমে জানিয়েছে যে আর কোনও শপিং সাইট গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট কার্ড ডিটেলস ডেটা সংরক্ষিত করে রাখতে পারবে না। আগামী বছরের শুরুতেই মুছে দেওয়া হবে শপিং সাইট সার্ভারে সংরক্ষিত আপনার সমস্ত ডেবিট ক্রেডিট কার্ড ডিটেইলস। তবে অনলাইন শপিং আরও সুরক্ষিতভাবে পরিচালনা করার জন্য আসছে টোকেনাইজেশন পদ্ধতি। কি এই পদ্ধতি? ব্যাপারটি শুনতে জটিল লাগলেও আদতে গ্রাহকদের সুরক্ষার কথা ভেবেই এমন নতুন পেমেন্ট পদ্ধতি আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
টোকেনাইজেশন পদ্ধতিতে আপনার ডেবিট কার্ডের সাপেক্ষে আপনাকে একটি করে টোকেন দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। আপনি তার মাধ্যমেই অনলাইনে কেনাকাটা করতে পারবেন। প্রত্যেক গ্রাহককে এই টোকেনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে অনলাইনে আবেদন করতে হবে। তারপর অনলাইন বিভিন্ন শপিং সাইট থেকে কেনাকাটা করার সময় ডেবিট বা ক্রেডিট কার্ড ডিটেইলস না দিয়ে দিতে হবে শুধুমাত্র ওই বিকল্প কোড। ১ লা জানুয়ারি, ২০২২ থেকে এই পদ্ধতি অনুসরণ করা হবে। বিশেষজ্ঞদের মতে, আরবিআই এর এই নতুন পদ্ধতি অনলাইন কেনাকাটা প্রক্রিয়া আরও সহজ এবং সুরক্ষিত করে তুলবে গ্রাহকদের জন্য। ইতিমধ্যেই সমস্ত অনলাইন সাইটকে গ্রাহকদের ব্যাঙ্ক ডিটেলস মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।