দরোগে আক্রান্ত হওয়ার পরবর্তী এক ঘন্টাকে ‘গোল্ডেন আওয়ার’ বলেন বিশেষজ্ঞরা৷ অর্থাৎ ওই গুরুত্বপূর্ণ সময়ে উপযুক্ত চিকিৎসা হওয়া না–হওয়ার ওপর নির্ভর করে রোগীর জীবন–মরণ৷ অথচ গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে হূদরোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার কোনও পরিকাঠামোই নেই৷ নেই একজনও স্থায়ী হূদরোগ বিশেষজ্ঞ৷ রোগীদের ভরসা কলকাতার হাসপাতাল, যেখানে পৌঁছতে সময় লাগে কমপক্ষে পাঁচ ঘন্টা৷
বছর দশেক আগে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বাসিন্দারা৷ কিন্তু দেখা গেল, ব্লক হাসপাতালগুলি তো দূরের কথা, জেলা হাসপাতালটিতে এতদিনে একজনও স্থায়ী হূদরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা হল না৷ এমনকি জেলার বেসরকারি হাসপাতালগুলিতেও স্থায়ী হূদরোগ বিশেষজ্ঞ নেই৷ নেই হূদরোগে আক্রান্তদের পরীক্ষা–নিরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ক্যাথ ল্যাব কিংবা অ্যাঞ্জিওগ্রাফির ব্যবস্থা৷
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন, হূদরোগে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে এলে তাঁকে সিসিইউতে ভর্তি করে মেডিসিন বিশেষজ্ঞরাই চিকিৎসা করেন৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মন্তব্য, হূদরোগে আক্রান্তদের সংখ্যা যেহেতু কম, তাই মেডিসিনের চিকিৎসকরাই পরিস্থিতি সামলে দিতে পারেন৷ চার থেকে পাঁচ শতাংশ বিপজ্জনক রোগীকে বাধ্য হয়ে কলকাতা যেতে হয়৷
এই অবস্থায় হঠাৎ হূদরোগ হানা দিলে কী হবে– সেই উদ্বেগ নিয়েই দিন কাটছে মুর্শিদাবাদের মানুষের৷