করোনা বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুধবার ৬.২৯ লক্ষ কোটি টাকার একটি রিলিফ প্যাকেজ এর ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইনফরমেশন এবং ব্রডকাস্ট মন্ত্রী প্রকাশ জাভরেকর উচ্চ পর্যায়ের কেবিনেট বৈঠকে এই ঘোষণা করলেন। সীতারামন সোমবার ঘোষণা করেছিলেন, করোনা আক্রান্ত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কেন্দ্র সরকার ১.৫ লক্ষ কোটি টাকার অতিরিক্ত ক্রেডিটের ঘোষণা করেছে ছোট এবং মাঝারি ব্যবসা কে তুলে ধরার জন্য। হেলথ সেক্টরের জন্য অতিরিক্ত লোনের বন্দোবস্ত করা হচ্ছে। ট্যুর গাইড, ট্যুরিজম এজেন্সিকে আবারো চাঙ্গা করার জন্য নানান ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও, দেশের সকলকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার খরচ করছে ৯৩,৮৬৯ কোটি টাকা এবং সার ও অন্যান্য অনেক কাজের জন্য কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে ১৪,৭৭৫ কোটি টাকা।
সব মিলিয়ে ৬.২৯ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এছাড়াও, প্রত্যেকটি হাসপাতালে শিশুদের চিকিৎসা করার জন্য আলাদা পেডিয়াট্রিক সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে সেখানে খরচ হবে ২৩,২২০ কোটি টাকা। হাসপাতলে পরিকাঠামো আরও ভালো করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খরচ করা হচ্ছে। তার সাথে সাথেই যারা কর্মচারী রয়েছেন তাদেরকে মাইনে দেওয়া এবং তাদের প্রভিডেন্ট ফান্ড এর টাকা দিতেও বেশ খানিকটা টাকা খরচ হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের। জানানো হয়েছে, ইতিমধ্যেই ৯০২ কোটি টাকা ২১.৪২ লক্ষ মানুষকে দেওয়ার জন্য খরচ করা হয়েছে। তার সাথে সাথেই ট্যুরিজম সেক্টর এবং অন্যান্য বিভিন্ন সেক্টরকে তুলে ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ট্যুরিজম সেক্টরের জন্য রিলিফ ফান্ডের কাজটা একটু আলাদা হবে। এখানে ১১,০০০ জন রেজিস্টার্ড ট্যুরিস্ট, গাইড এবং ট্রাভেল স্টেকহোল্ডার দের জন্য আর্থিক সাহায্য করতে চলেছে কেন্দ্র। এছাড়াও, প্রথম ৫ লাখ ট্যুরিস্ট এর জন্য ফ্রি ১ মাসের ভিসার বন্দোবস্ত করছে কেন্দ্র।