গতকাল বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর সেই ইস্যুতে এবার নয়া মোড়, পামেলা যে বিপথে গিয়েছেন সেই অভিযোগ নাকি লালবাজারে আগেই করেছিলেন পামেলার বাবা। সূত্রের খবর, মেয়ে মাদকাসক্ত বলে, গত বছরই লালবাজারে অভিযোগ জানিয়েছিলেন পামেলার বাবা। এমনকী তাঁর মেয়েকে বিপথে চালনা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তবে তাতে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করেছিল, তা অবশ্য জানা যায়নি এই মুহুর্তে।
সংবাদমাধ্যম সূত্রের খবর পামেলার বাবা লালবাজার থানায় আরও জানিয়েছিলেন, "তাঁর মেয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। পরিবারের কোনও কথাই শুনছে না সে। উল্টে প্রবীর কুমার দে নামে এক ব্যক্তি তাঁকে চালনা করছেন। তাঁর খপ্পরে পড়েই পামেলা মাদকাসক্ত হয়ে পড়ে।" শুক্রবার পামেলার গ্রেফতারির পর তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। কিন্তু অভিযুক্ত নেত্রীর বাবার অভিযোগে স্পষ্ট যে, পামেলার সঙ্গে মাদকের সম্পর্ক নতুন নয়। কাজেই, তৃণমূলের ষড়যন্ত্রের কথাও এখানে প্রায় বিলুপ্ত।