মাত্রারিক্ত দূষিত সাঁতরাগাছি ঝিলের (Santragachi Lake) জল! এমনটাই জানা গিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নয়া রিপোর্ট অনুযায়ী। আসলে জলের গুণগত মান যাচাইয়ের জন্য জলে কি পরিমান জীবাণু মজুত আছে তা পরীক্ষা করে দেখা হয়। মূলত খাল, বিল ও পুকুরের জলে দুই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। সেগুলি হল কলিফর্ম ব্যাকটেরিয়া ও ফোকাল কলিফর্ম ব্যাকটেরিয়া। কত পরিমান জলে কতটা ব্যাকটেরিয়া আছে সেই হিসাব করে জলের গুণগত মান যাচাই করা যায়। সাধারণত ১০০ মিলিলিটার জলে ৫০ এমপিএন কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে। তবে সাঁতরাগাছি ঝিলে এই টেস্টের ফল শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। নতুন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে সাঁতরাগাছি ঝিলে ১০০ মিলিলিটার জলে ১ লাখ ৭০ হাজার এমপিএন কলিফর্ম ব্যাকটেরিয়া। ও ২০ হাজার ফোকাল কলিফর্ম ব্যাকটেরিয়া আছে। এই জলটি যে ব্যবহারের অযোগ্য তা বলার অপেক্ষা রাখে না।
ঘটনা প্রসঙ্গে পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেছেন, "জলের নমুনা পরীক্ষার রিপোর্টে স্পষ্ট সেখানে দূষণ বিপদজনক জায়গায় পৌঁছেছে!" এই জল একদিকে যেমন ব্যবহারের অযোগ্য ঠিক অন্যদিকে জলে বসবাসকারী প্রাণীদের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষতিকর। এই ঝিলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে। এই বিষয় থেকে মুক্তি পেতে এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন, "জলের মানোন্নয়নের জন্য অবিলম্বে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে।"