সিআইডি’র (CID) মাদক (Drug) বিভাগের বড়সড় সাফল্য। খোদ নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা থেকে গ্রেফতার মাদক কারবারের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত। তার কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর প্রায় ৩ কোটি টাকা। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত। ধৃতের নাম জুল্লুর রহমান শেখ। প্রায় পঞ্চান্ন বছর বয়সি ওই অভিযুক্ত পলাশিপাড়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। অভিযুক্তের সঙ্গে মাদক চক্রে আর কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে। আজ, বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা। কার কাছ থেকে মাদক পেল, কার কাছেই বা ওই মাদক দেওয়ার কথা ছিল, এই সংক্রান্ত নানা তথ্যের খোঁজে আধিকারিকরা। ধৃতকে জেরা করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই আশা।
প্রসঙ্গত, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি’র (CID) মাদক বিভাগের আধিকারিকরা নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা এলাকায় হানা দেয়। সেখানেই গ্রেফতার হন পঞ্চান্ন বছর বয়সি জুল্লুর রহমান শেখ।