পচা দূর্গন্ধে পাড়ায় টেকা দায়। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে উঁকি দিতেই চক্ষুস্থির প্রতিবেশীদের। প্রৌঢ় ছেলের দেহ আঁকড়ে বসে রয়েছেন নবতিপর মা। ছেলের দেহে প্রাণ নেই। দুদিন আগেই মারা গিয়েছে সে। বৃদ্ধা মায়ের মন বোঝেনি তা। তাই ছেলেকে অসুস্থ ভেবেই আগলে রয়েছেন তিনি।
ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার জয়গাছি বেলতলা এলাকার। বুধবার এহেন কান্ডে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, ৬৫ বছর বয়সি সুনীল দত্ত ও তাঁর মা কমলা দত্ত একই বাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। তাদের বাড়িতে বড় একটা কাউকে যাতায়াত করতে দেখা যায়নি বহুদিন। মঙ্গলবার সন্ধ্যায় তীব্র মড়াপচা গন্ধে অতিষ্ঠ হয়ে খোঁজ চালাতে গিয়ে প্রতিবেশীদের চোখে পড়ে ঘটনাটি।
তড়িঘড়ি খবর যায় হাবরা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠায়। ছেলে যে মৃত তা বুঝতেই পারেননি মা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বয়সজনিত কারণেই মৃত্যু ঘটেছে সুনীল দত্তের। তবে প্রকৃত কারণ এখন তদন্তসাপেক্ষ।