হাওড়া স্টেশনে আবারও পুলিশি তৎপরতায় আটকে গেলো জালিয়াতির ছক। মাসখানেক আগেই স্টেশন চত্বরে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করেছিলো হাওড়া আরপিএফ। এইবার আটক হলো নগদ প্রায় ২৪ লক্ষ টাকা।
শনিবার রাতে হাওড়া স্টেশনে আসা জনশতাব্দী এক্সপ্রেস থেকে নেমেই ব্যাগ হাতে এক যুবককে ছুটতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে ফলো করে আরপিএফ। অবশেষে পালাতে গেলে তাকে আটক করে তারা। যুবকের কাছে থাকা ব্যাগ থেকে নগদ সাড়ে ২৪ লক্ষ টাকা উদ্ধার করে তারা।
ধৃত যুবক সরোজ কুমার বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। সরোজ জানিয়েছে তার মালিকের নির্দেশে ওই টাকা সে বড়বাজারের একটি সোনার দোকানে পৌঁছে দিতে এসেছিলো। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি ধৃত যুবক। আরপিএফ তাকে জিআরপির হাতে তুলে দিয়েছে। সমস্ত বিষয়টা এইমুহুর্তে আয়কর দপ্তরের অধীনে।