নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্য বিশেষ নিরাপত্তা দাবি জানিয়েছিল বামফ্রন্ট। এদিন তাদের আর্জিতে সায় দিয়ে নির্বাচন কমিশন মীনাক্ষী মুখোপাধ্যায়ের সুরক্ষা আরো কিছুটা বাড়িয়ে দিল। নির্বাচন কমিশনে সিপিএম নেতা রবীন দেব অভিযোগ করেছেন দ্বিতীয় দফার আগে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন, "আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচনের আগে বাইরে থেকে লোক জড়ো করা হচ্ছে। সীমানা সিল করতে বলেছি। ঘাটালে বাইরে থেকে লোক আসছে। গরবেতা এবং শালবনিতে ভোট হয়ে গিয়েছে। সেখানে বাইরের লোক ঢুকছে। ভোটাররা প্রভাবিত হয়েছেন।"
এছাড়া রবীন দেব অভিযোগ করেন, নন্দীগ্রামের প্রার্থীর উপরে তিনবার হামলা করা হয়েছে। তার সঙ্গেই তিনি তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন।সিপিএমের আবেদনের পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখার্জি নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একজন নিরাপত্তারক্ষী ছিল। সেই নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে চারজন করে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে, গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায়ের মিছিলে হামলা করা হয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং রবিন দেব। ভুতার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদ যাত্রা করেছিলেন, ঠিক একই জায়গায় পদযাত্রা করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সময় তৃণমূল কর্মীরা তার উপরে হামলা করে বলে অভিযোগ।