করোনা পরিস্থিতিতে এমবিবিএস এর আসন সংখ্যা বাড়ালো রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটের মাধ্যমে জানান যে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে হাসপাতালে এমবিবিএস এর পাঠক্রম চালু হচ্ছে। এখানে আসন সংখ্যা ১০০ টি। এছাড়াও দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজেও ১৫০ টি আসন বাড়ানো হয়েছে। এই সবগুলি মিলিয়ে রাজ্যে এমবিবিএস এর আসন সংখ্যা বেড়ে হল ৪ হাজার।
মুখ্যমন্ত্রী বরাবরই রাজ্যের স্বাস্থ্যকাঠামো শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। কিছুদিন আগেই রাজ্যের কোভিড হাসপাতাল গুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যেপাধ্যায় জানান যে এর মধ্যেই প্রায় আড়াই হাজার নার্স নিযুক্ত করা হবে।
শুধুমাত্র আসন সংখ্যা কম থাকার কারণে অনেক সময় এই রাজ্যের মেধাবী ছাত্রদের বাইরে চলে যেতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ফলে এবার অনেক ছাত্র-ছাত্রী নিজের রাজ্যে থেকেই পড়াশোনা করতে পারবে।