ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হুগলি (Hoogly) জেলার পোলবা অঞ্চলের একটি সুতো কারখানা। আগুনে পুড়ে মৃত্যু (death) হয়েছে এক মহিলার। ঘটনায় আহত আরও একজন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে আগুন লাগে কারখানায়। কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেইসময় কারখানায় কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। আগুন দেখে তাঁরা বাইরে বেরোনোর চেষ্টা করেন। শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাকি শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও ভিতরেই রয়ে যান অনিমা দাস নামে এক মহিলা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু আগুনের তীব্রতায় অনেক আগেই ঝলসে যান অনিমা। আগুন নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে ঢুকে মহিলার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। জানা গিয়েছে, আহতের নাম সরস্বতী ধারা। তাঁর শরীরেরও অনেকটা অংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই লেগেছে আগুন। তবে কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন নেই, সেবিষয়েও উঠেছে প্রশ্ন।