আমি কথা দিলে কথা রাখি। এবং এবারে আমি নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করব। বিধানসভা নির্বাচনের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে সকলকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ তিনি একসেপ্ট করলেন। তৃণমূলের বৈঠকে ঘোষণা হয়ে গেল, ভবানীপুর আসন থেকে প্রার্থী হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বরং সেই আসন থেকে প্রার্থী করা হবে শোভন দেব চট্টোপাধ্যায় কে। তৃণমূল নেত্রী বললেন, 'আমি যাদবপুর থেকে লড়াই শুরু করেছি। তখন সেখানে কেউ দাঁড়াতে চায়নি। আমি দাঁড়িয়ে ছিলাম। আমাকে হাজরায় মারা হয়েছিল। তারপর থেকে আমি দক্ষিণ কলকাতায় দাড়াই। ভবানীপুরে দুইবার বিধানসভা নির্বাচনে জিতেছি।"
তিনি আরো বলেন, "আমি নন্দীগ্রাম থেকেই দাঁড়াব। আমি কথা দিলে কথা রাখি। নির্বাচনে দাঁড়ালাম কিনা সেটা বড় কথা নয় কিন্তু ভবানীপুর আসনের দিকে আমি নজর রাখব। ওই কেন্দ্রে প্রার্থী হবেন শোভন দেব চট্টোপাধ্যায়।" ২০১১ সালে ভবানীপুর আসন থেকে জিতেছিলেন সুব্রত বক্সী। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসা অত্যন্ত প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন দলনেত্রীর জন্য ভবানীপুর আসনটি ছেড়ে দেন তৃণমূলের রাজ্য সভাপতি। উপনির্বাচনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে আসীন হন। তারপর গত বিধানসভায় ২৫,০০০ এর বেশি ভোটে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটে এই আসনে বেশ চাপের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ বিষয়টি নিয়ে মমতাকে বিধতে ছাড়েনি বিজেপি।