বিজেপি (BJP) বিরোধী কৃষক আন্দোলনের পরিচালক সংযুক্ত কিষান মোর্চার শীর্ষ নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) আজ অর্থাৎ বুধবার দুপুরে নবান্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল সভাপতি যশবন্ত সিনহা। এই বৈঠকের প্রেক্ষাপট যে জাতীয় রাজনীতি ছিল তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রথমেই কৃষকনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশে বাংলা বিধানসভা নির্বাচনে ব্যাপক মার্জিনে জয়ের জন্য শুভেচ্ছা জানায়। আসলে এই মুহূর্তে নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah) বিরোধী রাজনৈতিক আবর্তের প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে গেরুয়া বিরোধী বৃহত্তর জোট গঠন আজ কলকাতার বৈঠকের মাধ্যমে যে শুরু হল তা অস্বীকার করা যায় না।
আজ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক নেতা রাকেশের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেছেন, "জোর করে কৃষি আইন পাশ করিয়েছে কেন্দ্র সরকার। আমি কৃষক আন্দোলন নিয়ে অন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ফসলের ন্যূনতম দাম নিয়ে নয় আইন করার দাবি জানানো হবে। আমি কৃষক আন্দোলনকে সমর্থন করি। কৃষি আইন দ্রুত বাতিল করুন কেন্দ্র সরকার। গত ৭ মাস ধরে এই আন্দোলন চলছে। কেন কৃষকদের সাথে কথা বলছে না কেন্দ্র? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলিকেও একমঞ্চে আসতে হবে। কোন রাজ্যের সাথে অন্যায় হলে অন্য রাজ্যকে ঝাঁপিয়ে পড়তে হবে। যতদিন না দাবি মানা হবে ততদিন সঙ্গে আছি।"
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, "ভাষণ ছাড়া কিছুই দেন না প্রধানমন্ত্রী। টিকা এতদিন কেন দেওয়া হলো না? এক রাজ্যকে বিজেপি আক্রমণ করলে বাকি রাজ্যগুলিকে রুখে দাঁড়াতে হবে। দেশে গণতন্ত্র রক্ষা করতে এবং দেশের কৃষক শ্রমিক যুবকদের বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। কেন্দ্রের কালো আইন মানা চলবে না।" অন্যদিকে জানা গিয়েছে বাংলা বিধানসভা নির্বাচন থেকে শুরু হওয়া "নো ভোট ফর বিজেপি" ক্যাম্পেইনকে সব রাজ্যে নিয়ে যেতে চাইছে কৃষক আন্দোলনের নেতারা। তারা এবার নতুন স্লোগান দেবে, "আর নয় বিজেপি।"